জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজের ইউপি কার্যালয় থেকে গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকালে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সাবের রেজা আহমেদ।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গ্রেফতার খায়েরের বিরুদ্ধে নাশকতা বিভিন্ন অভিযোগের একাধিক মামলা রয়েছে।
কিছুদিন আগে তিনি জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এসময় গুঞ্জন ওঠে, মামলা থেকে বাঁচতে জামায়াত ছেড়ে ক্ষমতাসীন দলে ভিড়েছেন আবুল খায়ের।
কিন্তু এখন পুলিশের হাতে গাঁজাসহ গ্রেফতার হওয়ার পর বুঝা গেলো তিনি গাঁজার ব্যবসার জন্যই আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। কারণ, নৈতিক স্খলনের শিকার এই নেতা জানেন জামায়াতে থাকলে গাঁজার ব্যবসা করা সম্ভব নয়।
তথ্যসূত্র: বাংলানিউজ